সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। দু’দিনব্যাপী এ পুনর্মিলনীতে থাকবে আনন্দর্যালী, বিভাগের অ্যালামনাই কমিটি গঠন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ২৯ এপ্রিল থাকবে জনপ্রিয় ব্যান্ড জলের গানের পরিবেশনা। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমাবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পুনর্মিলনীর কমিটির সদস্য সচিব মোহাম্মদ ফারুক উদ্দিন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান অধ্যাপক জসীম উদ্দিন, অধ্যাপক আ হ ম বেলায়েত হোসেন, সহযোগী অধ্যাপক মো. আল আমীন, ড. শাহ মো. আতিকুল হক, সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক মুহাম্মদ মুরাদ, সহকারী অধ্যাপক মাহেদ-উল-ইসলাম চৌধুরী এবং পুনর্মিলনী কমিটির সহ-আহবায়ক রাশেদুল হক।