পাকিস্তান সফরের প্রস্তাব প্রত্যাখ্যান ওয়েস্ট ইন্ডিজের

0
311

পাকিস্তানের অনুরোধে সাড়া দিল না ওয়েস্ট ইন্ডিজ। তারা পাকিস্তান সফরের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র রবিবার নিশ্চিত করেছে এই খবর। এই বছরের সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সিরিজ নির্ধারিত। সেখানে তারা ২ ম্যাচের টেস্ট সিরিজ, ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। পিসিবি ওয়েস্ট ইন্ডিজকে অনুরোধ করেছিল ওয়ানডে সিরিজটা আমিরাতে না খেলে পাকিস্তানে খেলতে। কিন্তু ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড পিসিবিকে সাফ জানিয়ে দিয়েছে, নিরাপত্তার কারণে তাদের দল পাকিস্তানে গিয়ে খেলতে পারবে না। ২০০৯ সালের পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট খেলা বন্ধ আছে। সেই বছর লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলা হয়। কয়েকজনের মৃত্যু হয়। শ্রীলঙ্কা দল এই ঘটনার কিছুক্ষণের মধ্যে পাকিস্তান ছাড়ে। এরপর গত বছর টেস্ট পরিবারের সদস্য জিম্বাবুয়েকে অনেক বলে কয়ে পাকিস্তান সফরে আনা হয়। স্বাগতিকদের সাথে তারা একটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলে। এই সফরে জিম্বাবুয়ে আর্থিকভাবে খুব লাভবান হয়েছিল। নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়ে পাকিস্তান প্রমাণ করতে চেয়েছিল তাদের দেশ ক্রিকেট খেলার জন্য নিরাপদ। কিন্তু তার পরও অন্য কোনো দল পাকিস্তান সফরের আগ্রহ দেখায়নি। এবার ওয়েস্ট ইন্ডিজও ঠেললো পাকিস্তানের অনুরোধ। সম্প্রতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটের প্রথম আসরও পিসিবিকে আয়োজন করতে হয়েছে আমিরাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here