বরিশালে বিষাক্ত রাসায়নিক মিশ্রিত শিশু খাদ্য জব্দ

0
260

বরিশাল প্রতিনিধি ॥ নগরীর হাটখোলা এলাকা থেকে বিষাক্ত রাসায়নিক মিশ্রিত শিশু খাদ্য জব্দসহ এক ব্যবসায়ীকে ছয়মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এপিপিএন এর সহযোগীতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী লুৎফুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
এপিপিএন’র জেলার এএসপি মোঃ আসাদুজ্জামান জানান, শিশুদের জন্য তৈরি জুস, কেক ও চকলেটে ব্যবহার করা বিষাক্ত ফ্লেবার, কালার, সেকারীনসহ বিভিন্ন প্রকারের ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত দ্রব্য বিক্রি করে আসছিল হাটখোলার ডেনমার্ক পারফিউমারী এন্ড রেফ্রিজারেশন সেন্টার। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে তারা শনিবার রাতে অভিযান চালিয়ে শিশু খাবারে ব্যবহারকৃত বিপুল পরিমান ফ্লেবার, কালার, সেকারীন, নামিদামি প্রতিষ্ঠানের ভূয়া মোড়কসহ ৪১ প্রকারের শিশু খাদ্য সামগ্রী উদ্ধার করেন। একইসময় শিশু খাদ্যে বিষাক্ত রাসায়নিক ব্যবহারের দায়ে ডেনমার্ক পারফিউমারী এন্ড রেফ্রিজারেশন সেন্টারের মালিক সিরাজুল ইসলামকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। তিনি আরও জানান, ওই প্রতিষ্ঠানটি ভিন্ন নাম ব্যবহার করে দীর্ঘদিন থেকে এ ব্যবসা চালিয়ে আসছিল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here