মজুরী বৃদ্ধি নিয়োগ পত্র সহ বিভিন্ন দাবীতে বগুড়ায় জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের মানব বন্ধন

0
302

বগুড়া প্রতিনিধিঃ বাৎসরিক মজুরী বৃদ্ধি, মুল বেতনের ৪০% ভাগ বাসা ভাড়া প্রদান এবং নিয়োগ পত্র প্রদানের দাবীতে বগুড়া জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মানব বন্ধন করা হয়েছে। রবিবার সকালে সাতমাথায় মানবন্ধন থেকে জরুরী ভিত্তিতে প্রতিবারের ন্যায় এবার মূল বেতনের ৩০% বাৎসরিক মজুরী বৃদ্ধি, মূল বেতনের ৪০% ভাগ বাসা ভাড়া প্রদান, নিয়োগ পত্র প্রদান, চাকুরির রের্কড/রেজিষ্টার সংরক্ষন, দৈনিক কাজের সময় ৮ঘন্টা নির্ধারন, ৮ঘন্টা অতিরিক্ত কাজের জন্য দ্বিগুন হারে ওভার টাইম ভাতা প্রদান, স্ববেতনে মাসে ৪ দিন সাপ্তাহিক ছুটি প্রদান, বৎসরে ২ বার ১ (এক) মাস সমপরিমান টাকা উৎসব ভাতা প্রদান, নারী শ্রমিকদের স্ববেতনে ৪ মাস মাত্রিত্বকালীন ছুটি প্রদান, চাকুরি শেষে প্রতি বৎসরের জন্য ১ (এক) মাস সমপরিমান টাকা গ্র্যাইচুটি প্রদান, নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি, শ্রমিকের নামে প্রফিডেন্ট ফান্ড চালু সহ দেশের প্রচলিত শ্রম আইন অনুসারে বগুড়া হোটেল শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বগুড়ার হোটেল মালিকদের প্রতি জোড় দাবী জানান। মানবন্ধনে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জাসদের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সংগঠনের সভাপতি মুহাঃ আব্দুল মোমিন মন্ডল, সাধারন সম্পাদক আশরাফুল হক, হোটেল শ্রমিক নেতা মোঃ জহুরুল ইসলাম, মোঃ আঃ লতিফ বাচ্চু, মঞ্জুর হোসেন (চমন), এস.এম. মাহবুব, আতিয়ার রহমান, হযরত আলী, মোতালেব, রায়হান, সাইফুল, শফিকুল প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here