উড়িষ্যায় গিরিখাতে বাস পড়ে নিহত ৩০, আহত ১০

0
252

উড়িষ্যার দেওগড় এলাকায় গতকাল সন্ধ্যায় একটি বাস ২৫০ ফুট গভীর একটি গিরিখাতে পড়ে যাওয়ায় কমপক্ষে ৩০ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বাসটিতে প্রায় ৪০ জনকে বহন করা হচ্ছিল।
অপেরা পার্টি ভারতী গণ নাট্য’র সদস্যরা তিলিবানি ব্লকের পানিপোশি গ্রাম পঞ্চায়েতের অধীন ডেনগুঝর গ্রামে অনুষ্ঠান শেষে ফেরার সময় স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বাসটি ধাক্কা খেয়ে গয়াল ঘাটে গিরিখাতে ছিটকে পড়ে। দেওগড় পুলিশ সুপারিনটেনডেন্ট শর্মা জানান, এ দুর্ঘটনায় ২৭ জনকে উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ‘এ দুর্ঘটনায় যারা প্রাণে বেঁচে গেছে তারাও মারাতœকভাবে আহত হয়েছে। তাদেরকে বুর্লায় ভিএসএস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।’ কমপক্ষে সাত যাত্রীর অবস্থা আশংকাজনক।’
মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক আহতদের বিনা মূল্যে চিকিৎসা দেয়ার ঘোষণা দিয়েছেন।
হতাহতদের বেশীর ভাগই সোনেপুর ও বারগড় এলাকার বাসিন্দা। ওই যাত্রা গ্রুপ শনিবার রাতে দেওগড় গ্রামে অনুষ্ঠান করে।
সূত্র জানায়, সেখানে প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়।
ঘটনাস্থলে উদ্ধার কাজে দমকল কর্মীদের পাশাপাশি সিআরপিএফ ও উড়িষ্যা ডিজাস্টার র‌্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here