ঐতিহ্য হিসেবে সংরক্ষিত হবে বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ি

0
407

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর পৈতৃক বাড়িটিকে ঐতিহ্য হিসেবে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যাপারে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়েছে। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এ-সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়, বাড়িটি পুরনো কাঠামো ঠিক রেখেই এ সংস্কার কাজ সম্পন্ন করা হবে। বৈঠকের সময় প্রজেক্টরে পাওয়ার পয়েন্টে প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরা হয়। দেশের খ্যাতনামা স্থাপত্য বিশেষজ্ঞদের দিয়ে এ প্রকল্পটির প্রস্তাব তৈরি করা হয়েছে বলেও ‍উল্লেখ করা হয় বৈঠকে। বঙ্গবন্ধুর এ পৈতৃক বাড়িটি ১৮৫৪ সালে নির্মিত। ৫-৬ বছর আগেও একবার এই ভবনের সংস্কার কাজ করা হয়। তখন পুরনো কাঠামোর কিছু পরিবর্তন করা হয়। এর ফলে বাড়িটির প্রাচীন ঐতিহ্য কিছুটা ম্লান হয়েছে বলে জানানো হয় বৈঠকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here