বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ১২ লাখ ৮৮ হাজার। ফেব্রুয়ারিতে এই সংখ্যা ছিল ৫ কোটি ৮৩ লাখ এবং জানুয়ারিতে ছিল ৫ কোটি ৬১ লাখ। চলতি বছর মার্চ শেষের তথ্য হিসেবে করে এসব তথ্য জানিয়েছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে ইন্টারনেট সেবা কিনতেন ৪ কোটি ৪৬ লাখ ২৫ হাজার মানুষ। এই হিসেবে দেশে ইন্টারনেট গ্রাহক প্রায় ৩৮ শতাংশ বেড়েছে। বিটিআরসির তথ্যে প্রকাশ, দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের বেশির ভাগই মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সেবা নিচ্ছেন। সম্প্রতি বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কের (পিএসটিএন) ইন্টারনেট গ্রাহক বেড়েছে। তবে ওয়াইম্যাক্স ইন্টারনেটের গ্রাহক কমেছে।