পাইকগাছায় এস,এ,কে ব্রিকস্ দখলকে কেন্দ্র করে আদালতে পৃথক মামলা

0
314

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥

খুলনার পাইকগাছায় এস,এ,কে ব্রিকস্ দখল, পাল্টা দখলকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই প্রভাবশালী প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষের পাশাপাশি পাল্টাপাল্টি মামলার উদ্ভব হয়েছে। দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে যেকোন সময় আবারও বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।
মামলা ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার চাঁদখালীর হাচিমপুর গ্রামে অবস্থিত এস,কে,ব্রিক্স ইটের ভাটা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় রুহুল আমিন খান ও আযম খানের মধ্যে মালিকানা স্বত্ব নিয়ে বিরোধ চলে আসছে। অর্থনৈতিক কারণে ভাটা মালিক রুহুল আমিন খান গড়ইখালীর বাবু গাইনের নিকট ১৫ বছর মেয়াদী চুক্তিপত্র প্রদান করেছেন বলে জানা গেছে। চুক্তিপত্র মোতাবেক গত ৪ এপ্রিল বাবু গাইন তার লোকজন দ্বারা ভাটার দখলস্বত্ব বুঝে নেন। এদিকে প্রতিপক্ষ আযম খান ভাটাটি অন্যত্র হস্তান্তরিত হওয়ায় প্রশাসনের সহযোগিতা না পেয়ে তিনি বিষয়টি স্থানীয় সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ নূরুল হকের সরনাপন্ন হন। পরবর্তীতে এম,পি এ্যাড. শেখ মোঃ নুরুল হক ও তার পুত্র শেখ মনিরুল ইসলামের নেতৃত্বে গত শনিবার ৬০/৬৫ টি মোটর সাইকেল যোগে একটি বহর নিয়ে ভাটাটি পাল্টা দখল করে নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে জয়দেব মন্ডল (৪২), গজালিয়া গ্রামের মাসুম (৩২), আমিরপুর গ্রামের মনি শংকর (৩৫), হরিনগর গ্রামের নূরুল হুদা (৪০) ও ভান্ডারপোল গ্রামের রুহুল আমিন আহত হন। এ ঘটনায় রবিবার দুপুরে চাঁদখালী এলাকা থেকে ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আযম খানের অনুসারী ওলিউর রহমান, হাফিজুল সরদার, কুদ্দুস সরদার ও হাফিজুল গাইনকে গ্রেফতার করেছে। দখল সংক্রান্তে ঘটনায় থানায় জয়দের মন্ডল বাদী হয়ে রবিবার এম,পি পুত্র শেখ মনিরুল ইসলাম সহ গদাইপুর ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু, উপজেলা যুবলীগ সভাপতি এস,এম, শামছুর রহমান, ও যুবলীগ নেতা শেখ জিয়াদুল ইসলাম সহ অজ্ঞাতনামা দেড়’শ ব্যক্তির নামে মামলা দিয়েছে। যাহার নম্বর-১৪। এ দিকে এম,পি পক্ষের লোকদের মামলা থানা গ্রহণ না করায় শাহিন খান বাদী হয়ে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রে আদালতে বাবু গাইন, আহত জয়দেব মন্ডল সহ ১৫ জনের নামে সোমবার একটি মামলা দিয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ও,সি পাইকগাছা থানাকে এফ,আই,আর এর নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় দুই প্রতিপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কিত এলাকাবাসী যেকোন সময় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে। এ ঘটনায় দাকোপ সার্কেল কাদের বেগ, ডিবি ওসি আক্কাছ আলী ও পাইকগাছা থানা ওসি (তদন্ত) আলমগীর কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here