বরিশাল প্রতিনিধি ॥ জেলার বাকেরগঞ্জ উপজেলার সিংহবাড়ি বাজারের ঝাড়–দার গৌতম মালীকে (৪৫) রবিবার রাতে নিজবাড়ি সংলগ্ন বোর্ড স্কুলের পিছনে বসে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের স্ত্রী দিপালী রানী বলেন, আহত অবস্থায় তার স্বামী দৌঁড়ে বাড়ি এসে বলেছেন, মিলন মালী ও তার সহযোগী বিপুল ধারলো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করেছে। তাৎক্ষনিক মুর্মুর্ষ অবস্থায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে আসার পর গৌতম মারা যায়। মিলন নিহতের ভায়রার ছেলে। জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামন বলেন, প্রাথমিক তদন্তে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে নিঃসন্তান গৌতম মালীকে হত্যার প্রমান মিলেছে। তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণসহ এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যাকারী দু’যুবককে গ্রেফতার করেছে।