বরিশালে পুস্তক ব্যবসায়ীদের ধর্মঘট

0
234

বরিশাল প্রতিনিধি ॥ দ্বিতীয় দিনের ন্যায় সোমবার বরিশালে পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের ধর্মঘট চলছে। প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬ এর সাতটি উপধারা সংশোধনের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন পুস্তক প্রকাশক ও বিক্রেতা জেলা শাখার নেতৃবৃন্দরা।
বেলা সাড়ে ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে জেলার বিভিন্ন উপজেলার ব্যবসায়ীরা মিছিল বের করেন। মিছিলটি নগরীর গুরুতপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন। শেষে নেতৃবৃন্দরা জেলা প্রশাসক ড. মোঃ গাজী সাইফুজ্জামানের কাছে স্মারকলিপি পেশ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুস্তক প্রকাশক ও বিক্রেতা সংগঠনের জেলা শাখা সভাপতি দেলোয়ার হোসেন রুপক, সাধারণ সম্পাদক খন্দকার আবুল হোসেন লিমন, ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক, বিশ্বজিত দাস, মাওলানা আব্দুল বাতেন নোমান, রবি শংকর দাস, মহিউদ্দিন সবুজ প্রমুখ। ব্যবসায়ীরা স্মারকলিপিতে উল্লেখ করেন, এখনো অনেক প্রত্যন্ত অঞ্চলে বিপুল পরিমান শিক্ষা প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক শিক্ষক নেই। বেশীর ভাগ ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান বিষয়গুলোর শিক্ষকের অভাব রয়েছে। তাছাড়া প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা না থাকায় অনেক শিক্ষার্থীর পক্ষেই প্রাইভেট শিক্ষকের কাছে পড়া সম্ভব হচ্ছেনা। সেখানে নামমাত্র মূল্যে প্রয়োজনীয় সহায়ক বই একজন শিক্ষার্থীর জন্য ভাল ফলাফল অর্জনে সহায়ক হচ্ছে। এই আইন পাশের ফলে গরীব শিক্ষার্থীরা সহায়ক প্রাপ্তি বই থেকে বঞ্চিত হবে। পুস্তক ব্যবসায়ীরা আরও উল্লেখ করেন, তাদের এ ন্যায় সংগত দাবি শিক্ষা মন্ত্রণালয় মেনে না নিলে তারা লাগাতার ধর্মঘটে যেতে বাধ্য হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here