বরিশাল প্রতিনিধি ॥ বাল্যবিবাহ প্রতিরোধে গণশুনানিমূলক সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক সভা কক্ষে অনুষ্ঠিত সভায় বাল্য বিবাহ প্রতিরোধে ব্যক্তিপর্যায়ে করণিয় সম্পর্কে উপস্থিতিদের কাছ থেকে মতামত গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোঃ গাজী সাইফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ গাউস। এনজিও আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের সঞ্চালনায় সভায় বক্তারা অধিকাংশ বাল্য বিবাহ প্রতিরোধ না করার জন্য প্রশাসনকে দায়ী করেন।