আর মাত্র ক’টা দিন। আগামী ৩০ এপ্রিল বিয়ে করতে চলেছেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে। বিয়ের কার্ডের ছবি দেখানোও হয়েছে। বলিউডের নামীদামী সব সেলেব তো থাকছেনই, সঙ্গে থাকতে পারেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে শোনা যাচ্ছে বিপাশার প্রাক্তন প্রেমিকদের এই বিয়েতে ডাকা হচ্ছে না। যাদের আমন্ত্রণ করা হচ্ছে না বিপসের বিয়েতে তারা হলেন-মিলন্দ সোমান, হরমন বাওয়েজা, জন আব্রাহাম ও দিনো মরিয়া। মুম্বাইয়ের এক বিলাসবহুল হোটেলে হবে তাদের বিয়ের অনুষ্ঠান। ২০১৪ সালে ‘অ্যালোন’ সিনেমার শুটিং করতে গিয়ে পরিচয় হয় বিপাশা-কারানের। এরপর থেকে সব সময়ই একসঙ্গে দেখা যাচ্ছে দু’জনকে। সূত্র: জিনিউজ