প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো (শ্যোন অ্যারেস্ট) ও দশদিনের রিমান্ডের আবেদন জানিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদনের শুনানির দিন আগামী ২৫ এপ্রিল নির্ধারণ করলেও রিমান্ডের আবেদনের বিষয়ে কোনো আদেশ দেননি আদালত। আজ সোমবার ঢাকার সিএমএম আদালতে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো এবং দশদিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এএসপি হাসান আরাফাত। পরে ২৫ এপ্রিল গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির দিন ধার্য করেন ম্যাজিস্ট্রেট গোলাম নবীর আদালত। তবে রিমান্ডের আবেদনের বিষয়ে কোনো আদেশ দেননি। ওইদিন মাহমুদুর রহমানকে হাজির করারও নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলায় প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করে পাঁচদিনের রিমান্ডে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ। রবিবার প্রথম দিনের জিজ্ঞাসাবাদে এ ষড়যন্ত্রে শফিক রেহমানের সঙ্গে মাহমুদুর রহমানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়ে আদালতে এ আবেদন জানানো হয়। বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতারও এ ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করছে ডিবি পুলিশ। সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণের পর হত্যার পরিকল্পনার অভিযোগে পল্টন থানায় ২০১৫ সালের আগস্টে দায়ের করা মামলায় শনিবার সকাল আটটায় শফিক রেহমানকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর দুপুরে আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিবি জানিয়েছে, জয়ের ওপর যুক্তরাষ্ট্রে হামলার বিষয়ে মোহাম্মদউল্লাহ মামুন নামে একজনকে আসামি ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলাটি হয়েছিলো। ডিবি পুলিশ মামলাটির তদন্ত করছিলো। তদন্তে যুক্তরাষ্ট্রের ওই হামলার ঘটনায় শফিক রেহমানের সম্পৃক্ততা পাওয়ায় তাকে আসামি তালিকাভুক্ত করে গ্রেফতার করা হয়।