রিজার্ভ চুরিতে ২০ বিদেশি শনাক্ত : সিআইডি

0
373

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ২০ বিদেশিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ছাড়া বাংলাদশের কয়েকটি এজেন্সি ও ব্যক্তিকেও নজরদারিতে রাখা হয়েছে। আজ সোমবার দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংস্থার অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) শাহ আলম এ কথা জানান। তিনি বলেন, রিজার্ভ চুরির ঘটনা তদন্তের অংশ হিসেবে সিআইডির দুটি টিম সংশ্লিষ্ট দুটি দেশ ফিলিপাইন ও শ্রীলঙ্কায় যায়। এই অপরাধে ২০ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। কিন্তু তদন্তের স্বার্থে কারও পরিচয় বলা যাচ্ছে না। রিজার্ভ চুরিতে বাংলাদেশের কেউও জড়িত থাকতে পারে বলে জানান সিআইডির এ কর্মকর্তা। তিনি বলেন, হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভ চুরি অসতর্কতার কারণে হয়েছে, নাকি কেউ এই অপরাধে জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টতার তথ্য সত্য হলে বিদেশিদের বিচারের আওতায় আনা যাবে কিনা কিংবা কীভাবে হবে সে বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের প্রচলিত আইনেই যেকোনো বিদেশিকে জিজ্ঞাসাবাদের সুযোগ রয়েছে। এ বিষয়ে প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতাও পাওয়া যাবে। গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে। যার কিছু অংশ ফিলিপাইন আর কিছু অংশ শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়। এমন পরিস্থিতিতে দেশব্যাপী সমালোচনার মুখে গত ১৫ মার্চ পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here