পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন, মন্ত্রিসভায় অনুমোদন

0
431

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, পরমাণু কৃষি গবষেণা ইনস্টিটিউটের জন্য ১৯৮৪ সালে অর্ডিন্যান্স করা হয়। ১৯৯৬ সালে অর্ডিন্যান্সটি বাতিল করে আইন করা হয়। আগের আইনটি এখন বাংলায় অনুবাদ করে আনা হয়েছে জানিয়ে শফিউল আলম বলেন, আগের আইনটি অনুসরণ করে কিছু যোগ-বিয়োগ করে নতুন আইন করা হয়েছে। তিনি বলেন, আইন অনুযায়ী পরমাণু কৃষি গবষেণা ইনস্টিটিউটে ১৪ সদস্য বিশিষ্ট একটি বোর্ড থাকবে। ইনস্টিটিউটের মহাপরিচালক হবেন বোর্ডের চেয়ারম্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here