বরিশাল প্রতিনিধি ॥ বরিশাল সদর উপজেলার ৪’শ কৃষকের মাঝে সরকারী কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কৃষকদের মাঝে আউশ ও নেরিকা ধানের বীজ, ইউরিয়া, এমওপি ও ট্যাব সার বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা ফাহিমা হক, মুক্তিযোদ্ধা কমান্ডার মোকলেসুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইউনুস মলি¬ক, কৃষক আনসার আলী প্রমুখ। শেষে প্রতি কৃষককে ১০ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, এমওপি সার ২০ কেজি ও ট্যাব সার ১০ কেজি করে বিতরণ করা হয়।