মেঘনা থেকে দেড়’শ মণ ছোট ইলিশ জব্দ

0
260

বরিশাল প্রতিনিধি ॥ জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীর বাগোরজা এলাকায় সোমবার দিবাগত রাতে ঢাকাগামী ১০টি লঞ্চে অভিযান চালিয়ে দেড়’শ মণ ছোট ইলিশ (জাটকা) জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। একইদিন পৃথক অভিযানে চন্দ্রমোহন নদী থেকে ট্রলার ভর্তি গলদা চিংড়ির ৫লাখ রেনু উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ডের গোয়েন্দা স্টাফ আব্দুস ছত্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কন্টিজেন্ট কমান্ডার মোঃ এমাদুল হকের নেতৃত্বে মেঘনা নদীর বাগোরজা এলাকায় পটুয়াখালীর বিভিন্ন রুট থেকে ঢাকাগামী লঞ্চ এমভি জাহিদ, ধূলিয়া, রাসেল, কুয়াকাটা, সুন্দরবন-১১, স্বর্ণদীপ, গাজী সালাউদ্দিন, ঈগল-৪, কর্ণফুলী ও মাহিন রিফাত-১ এ অভিযান চালিয়ে ১৫০ মণ ছোট ইলিশ (জাটকা) জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ছোট ইলিশ মঙ্গলবার সকালে নগরীর বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। অপরদিনে উদ্ধারকৃত ৫লাখ গলদা চিংড়ির রেনু কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here