শার্শায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধ: যশোরের শীর্ষ সন্ত্রাসী কামরুল গুলিবিদ্ধ : আটক ৩ অস্ত্রগুলি উদ্ধার

0
358

বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শার বাগআঁচড়ায় সন্ত্রাসীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধের পর আহতাবস্থায় যশোরের শীর্ষ সন্ত্রাসী খোড়া কামরুল (২৮), স্থানীয় ছাত্রলীগ নেতা জোবায়ের রহমান চঞ্চল (২৫) ও আ‘লীগ কর্মী মোস্তফা কামাল (৩০)কে আটক করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১২টার দিকে বাগআঁচড়ার বাগুড়ি গ্রামের ঋষি পাড়ায়।
গুলিবিদ্ধ সন্ত্রাসী কামরুল যশোর শহরতলীর খোলাডাঙ্গা মুন্সীপাড়ার আবদুল আজিজের ছেলে, জোবায়ের রহমান চঞ্চল কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শার্শা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুল হোসেন বাবলুর ছেলে ও আওয়ামীলীগ কর্মী মোস্তফা কামাল শার্শার পাঁচকায়বা গ্রামের আসানুরের ছেলে।
আহত কামরুলকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে শার্শার বাগআঁচড়া এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বাগআঁচড়ার বাগুড়ি গ্রামের আলতাব হোসেনের ভাড়া বাড়িতে চঞ্চলের নেতৃত্বে যশোরের শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত মাদক ব্যবসায়ী খোড়া কামরুলসহ ১০/১২জন সন্ত্রাসী অবস্থান করছে। তারা আসন্ন ইউপি নির্বাচনে বড় ধরনের নাশকতা করার জন্য সেখানে জড়ো হয়। এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় পুলিশও আতœরক্ষায় পাল্টা গুলি চালালে খোড়া কামরুল পায়ে গুলিবিদ্ধ হয়। এসময় কামরুল, চঞ্চল ও মোস্তফা কামালকে আটক করা হয়। অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ওয়ান স্যুটার গান, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে। আহত অবস্থায় খোড়া কামরুলকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শরীফ হাবিবুর রহমান জানান, এই তিনজনের বিরুদ্ধে চোরাচালান, চাঁদাবাজিসহ একাধিক সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ ও মামলা রয়েছে। এছাড়া সন্ত্রাসী কামরুলের বিরুদ্ধে কোতয়ালি থানাসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য, অস্ত্র ও বিস্ফোরক আইনে ৮/১০টি মামলা রয়েছে। গুলিবিদ্ধ সন্ত্রাসীকে চিকিৎসা শেষে আদালতে সোপর্দ করা হবে। অপর দু‘জনকে মঙ্গলবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here