সরকারের বিরুদ্ধে কথা বললেই গ্রেপ্তার: ফখরুল

0
223

সরকারের বিরুদ্ধে কেউ লিখলে বা কথা বললেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার শফিক রেহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে জাগপা আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ অভিযোগ করেন। ফখরুল বলেন, শফিক রেহমানকে গ্রেপ্তার করায় আজ পুরো জাতির বিবেক নাড়া দিয়েছে। তাকে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসায় গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, সরকার গণতন্ত্রের পোশাক পরে স্বৈরশাসন চালাচ্ছে। ক্ষমতায় টিকে থাকার জন্য মামলা দায়ের ও গ্রেপ্তার করছে। ফখরুল আরো বলেন, শফিক রেহমানকে ৫ দিনের রিমান্ডে নিয়ে সরকার যে নির্যাতন করছে তাতে পুরো জাতি আতঙ্কিত। সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলায় শফিক রেহমানকে গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে।

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক নেতা শওকত মাহমুদ ও শফিক রেহমানসহ আটক সকল প্রতিবাদী মানুষের মুক্তি দাবি করেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, যে দলটি গণতন্ত্র ও স্বাধীনতার জন্য লড়াই করছে, সেদলটি এখন গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান করছে। দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান করছে। জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমানের এই প্রতিবাদ সভা সঞ্চালনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here