সিদ্ধার্থ-আলিয়ার ‘ঝামেলা’ চরমে

0
268

সিদ্ধার্থ-আলিয়া প্রেম করছেন কি না তা নিয়ে কোনো কনফারমেশন নেই। কিন্তু, তাঁরা যে কোমর বেঁধে ঝগড়া করছেন তা নিশ্চিত। মুম্বাইয়ের একাধিক সংবাদমাধ্যম এ খবরের সত্যতা স্বীকার করেছে। সম্প্রতি আরতি শেট্টির জন্মদিনের পার্টিতে প্রকাশ্যে তুমুল বাকবিতণ্ডা হয় সিদ্ধার্থ-আলিয়ার। আলিয়া নাকি এতটাই খারাপ ব্যবহার করেন যে সকলের সামনে চিৎকার করেন সিদ্ধার্থ। এর পরে একাই পার্টি ছেড়ে চলে যান তিনি। কিছুক্ষণ পর পার্টি ছেড়ে বেরিয়ে যান আলিয়াও। তবে কী নিয়ে তাঁদের ঝগড়া তা এখনও জানা যায়নি। এর কয়েক দিন পরই করণ জোহরের বাড়িতে গিয়েছিলেন যুগলে। বলিউডে জল্পনা, সিদ্ধার্থ-আলিয়ার ঝগড়ায় মধ্যস্থতা করতেই তাদের বাড়িতে ডেকেছিলেন পরিচালক। আলোচনার মাধ্যমে দুজনের ঝামেলা মিটল কি না জানা যায়নি। করণের বাড়ি থেকে একসঙ্গে বেরোলেও দুটো আলাদা গাড়ি করে বেরিয়ে যান তাঁরা। সব মিলিয়ে তাদের সম্পর্কে যে জটিলতা তৈরি হয়েছে সে বিষয়ে একরকম নিশ্চিত বলি দুনিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here