টি-টোয়েন্টির উত্থানে বোথাম-স্টিভের উদ্বেগ

0
283

টি-টোয়েন্টি ক্রিকেটের উত্থানে কি ঘটছে? অনেক কিছুই ঘটছে। তার মধ্যে টেস্ট ক্রিকেট পেছনে পড়ে যাচ্ছে, এই খেলায় মানুষের আগ্রহ কমছে বলেই সাধারণ বিশ্বাস। বেশি টাকা কামানোর তাগিদে খেলোয়াড়রাও আগ্রহ হারাচ্ছেন টেস্ট ক্রিকেটে। ২০ ওভারের খেলায় মন দিচ্ছেন বেশি। অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক স্টিভ ওয়া মনে করেন, টি-টোয়েন্টির কারণে খেলোয়াড়রা ‘টাকার অনুগত’ হয়ে যাচ্ছেন। দেশের আনুগত্য থাকছে কম। আর ইংল্যান্ডের সর্বকালের সেরা অল রাউন্ডার স্যার ইয়ান বোথামের বিশ্বাস, ভারত তাদের টেস্ট ঐতিহ্য হারিয়ে ফেলছে। “ব্রেন্ডন ম্যাককালামের মতো একজন টেস্ট থেকে অবসর নিলো। যদিও আমার মনে হয় আরো তিন-চার বছর খেলতে পারতো।” স্টিভ বলেছেন, “সে পরিবারের দিকে চলে গেছে। সেটা ঠিক আছে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে দলের জন্য কোনো আনুগত্য নেই। এখন আনুগত্য টাকার কাছে। খেলোয়াড়দের দোষ দেই না। ক্ষতিটা ভক্তদের।” এদিকে স্যার বোথাম বলেছেন, “ভারতের ক্রিকেট নিয়ে এখন আমি হতাশ। ২০ ওভারের খেলার চেয়েও ক্রিকেট অনেক বড় কিছু। এটা তাদের বুঝতে হবে।” আইপিএলের উন্মাদনার দিকে আঙ্গুল তুলে বোথাম বলেছেন, “ইংল্যান্ডের সাথে ভারতের প্রতিদ্বন্দ্বিতা আমাকে শিহরিত করতো। কিন্তু এখন কি আর বলবো।” শেষ দুটি ইংল্যান্ড সফরে ভারত টেস্ট সিরিজ হেরেছে ০-৪ ও ১-৩ ব্যবধানে। যদিও দেশের মাটিতে খুব ভালো টেস্ট খেলে ভারত। দক্ষিণ আফ্রিকার দেশের বাইরে ৯ বছর অপরাজিত থাকার রেকর্ড ভেঙ্গেছে তারা। বিশ্ব র‌্যাঙ্কিংয়েও তারা তিন নম্বর। কিন্তু র‌্যাঙ্কিং নাকি বোথাম বোঝেন না! ভারতকে টেস্টে সিরিয়াস হওয়ার আহবান জানিয়েছেন এই ইংলিশ গ্রেট, “টেস্ট ক্রিকেটে ভারত যাচ্ছেটা কোথায়? তাদের দলের এই অবস্থা হচ্ছে কেন? এটা কি টি-টোয়েন্টির জন্য? ভারতকে এটার সমাধান করতে হবে।” এই বছরের নভেম্বরে নিজেদের দেশে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here