ঢাবি গ্রন্থাগারের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সংস্কারকৃত সার্ভিস কাউন্টার উদ্বোধন

0
293

ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সংস্কারকৃত সার্ভিস কাউন্টার আজ উদ্বোধন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সার্ভিস কাউন্টার উদ্বোধন করেন।
পরে উপাচার্য গ্রন্থাগারের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম জাবেদ আহমদ, আর্থ এন্ড এনভায়রণমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং গ্রন্থাগারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে ‘ডিজিটাইজেশন অব হ্যান্ডরিটেন ম্যান্সক্রিপ্টস, ওল্ড নিউজপেপার এন্ড রেয়ার কালেকশন অব ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরী’ শীর্ষক সাব-প্রজেক্টের অধীনে ৮০টি এয়ার কন্ডিশনার স্থাপন ও সার্ভিস কাউন্টার সংস্কার করা হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here