নিউইয়র্কে হিলারি ও ট্রাম্পের বড় জয়

0
365

যুক্তরাষ্ট্রের আসন্ন ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে ডেমোক্রেট ও রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প নিউইযর্ক প্রাইমারিতে বড় ধরনের জয় পেতে যাচ্ছেন বলে সিএনএন তাদের পূর্বাভাসে জানিয়েছে। এর ফলে উভয় প্রার্থীই চূড়ান্তভাবে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লড়াইয়ে আরো এগিয়ে গেলেন। নিউইয়র্কে রিপাবলিকান দলীয় ডেলিগেটের সংখ্যা ৯৫টি আর ডেমোক্রেটদের ক্ষেত্রে এ সংখ্যা ২৪৭টি। স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত ২৬ শতাংশ ভোট গণনা শেষে দেখে গেছে, ট্রাম্প ৬২.৮ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। অার রিপাবলিকান দলীয় আরেক প্রার্থী ওহাইও গভর্নর জন কাসিচ পেয়েছেন ২৩ শতাংশ ভোট ও টেক্সাস সিনেটর টেড ক্রাজ পেয়েছেন ১৪.২ শতাংশ ভোট। এদিকে, ডেমোক্রেট প্রার্থী হিলারি নিউইযর্ক প্রাইমারিতে ইতোমধ্যে জয় ছিনিয়ে নিয়েছেন। এর মধ্য দিয়ে গত ৮টি রাজ্যের মধ্যে ৭টির প্রাইমারিতে জয় পেয়ে নতুন উদ্যম ফিরে পাওয়া বার্নি স্যান্ডার্সের মোমেন্টাম থেকে গেছে বলে মনে করা হয়েছে। নানা জনমত জরিপেও নিউইয়র্কে হিলারি স্যান্ডার্সের চেয়ে এগিয়ে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here