ফের চালু হচ্ছে বাংলাদেশ-বাহরাইন সরাসরি ফ্লাইট

0
220

দীর্ঘ ৬ বছর পর নানা জটিলতা কাটিয়ে, জন দুর্দশা লাঘবে ফের চালু হচ্ছে বহু প্রতিক্ষিত ঢাকা-বাহরাইন সরাসরি ফ্লাইট গালফ এয়ার বিমান। ফলে কোনোরকম হয়রানি ও বিড়ম্বনা ছাড়া মাত্র ৪ ঘণ্টা ২০ মিনিটে ঢাকা থেকে বাহরাইনে যাতায়াত করা সম্ভব হবে যাত্রীদের।  আগামী ৩০ মে থেকে এটি কার্যকরী হচ্ছে বলে গত সোমবার একান্ত সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান। তিনি জানান, এই ব্যাপারে আরো কিছু বিষয় পর্যবেক্ষণে গালফ এয়ার বিমান কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল গত রবিবার থেকে বাংলাদেশে অবস্থান করছেন। যার ফলে নির্ধারণ করা হবে ফ্লাইট সংখ্যা ও সময়সীমা। এমন সংবাদে অন্ধকারের মেঘ কাটিয়ে আলোর মুখ দেখছেন বাহরাইন প্রবাসী প্রায় দেড় লক্ষ বাংলাদেশি। অার অভিনন্দন জানাচ্ছেন এমন সিদ্ধান্তে কার্যকরী ভূমিকায় সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস,বাংলাদেশ সরকার ও বিমান কর্তপক্ষকে। ২০১০ সালের শেষের দিকে নানা প্রতিকূলতা ও জটিলতায় বন্ধ হয়ে যায় বাংলাদেশ-বাহরাইন সরাসরি বিমান চলাচল। প্রয়োজনের তাগিদে অনেক লেখালেখি আর যাত্রীদের দাবির মুখে বাংলাদেশ দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টায় উদ্যোগ নেন বাংলাদেশ সরকার।সরকারের এমন উদ্যোগে সাড়া দেন বিমান সংস্থা ও বাহরাইন সরকার।  গত ২১ ডিসেম্বর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাছান মাহমুদ আলী বাহরাইন সফর করেন। এ সময় উভয় দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বাহরাইনের রাজা (কিং) হামাদ বিন ঈসা আল খলিফা, প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা ও ক্রাউন প্রিন্স শেখ সালমান বিন হামাদ আল খলিফাসহ আরও অনেকের সাথে। আলোচনায় অন্যান্য বিষয়ের সাথে স্থান পায় সরাসরি বিমান ব্যাবস্থা। সেই প্রেক্ষিতে সিভিল এভিয়েশনের সাথে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে ও একই ভাবে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান তার সঙ্গীয় মিনিস্টার মেহেদী হাসান ও লেবার কাউন্সিলর মহিদুল ইসলামকে নিয়ে বাহরাইন সরকার ও বিমান কর্তৃপক্ষের সাথে দফায় দফায় বৈঠক চালিয়ে যান। এতে উভয়পক্ষ উভয়ের শর্ত পূরণের মাধ্যমে উক্ত সিদ্ধান্তে উপনীত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here