বরিশাল প্রতিনিধি ॥ সর্বনিম্ন মজুরি দশ হাজার টাকা প্রদানসহ ১৫ দফা দাবিতে বরিশালসহ সারাদেশে অনির্দিষ্টকালের জন্য নৌযান ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। বুধবার
দিবাগত রাত ১২টা ১মিনিট থেকে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের কর্মকর্তারা এ ধর্মঘটের ডাক দিয়েছেন।
ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাহ আলম ভূইয়া জানান, একই দাবিতে গত ২৬ জানুয়ারি থেকে তারা লাগাতার ধর্মঘট আহবান করেছিলেন। ওই সময় নৌ-পরিবহন মন্ত্রী
শাজাহান খান এমপি জরুরি সভা করে দাবি মেনে নেয়ার জন্য একমাস সময় চাইলে ধর্মঘট স্থগিত করা হয়। এরপর প্রায় তিনমাস হতে চললেও শ্রমিকদের দাবি মেনে নেয়া
হয়নি। ফলে গত ১১ এপ্রিল নৌযান শ্রমিক ফেডারেশন এক সাংবাদিক সম্মেলন করে বুধবার রাত ১২টা ১মিনিট থেকে সারাদেশে নৌ-যান ধর্মঘট শুরু করবেন। ফলে যাত্রীবাহী ও পণ্যবাহী, অয়েল ট্যাঙ্কারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যাবে। লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের বরিশাল শাখার সাধারণ সম্পাদক মাষ্টার একিন আলী জানান, ধর্মঘট সফল করতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের নৌযান শ্রমিকরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। সেলক্ষে মঙ্গলবার রাতে বরিশাল লঞ্চঘাটের সংগঠন কার্যালয়ে প্রস্তুতি ও বুধবার সকালে ধর্মঘটের সমর্থনে লঞ্চঘাট এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।