চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, উচ্চ শিক্ষা অর্জনের পাশাপাশি মানবিক গুনাবলী অর্জণ করে আদর্শ মানুষ হতে হবে। তিনি বলেন, সরকার ও জননেত্রী শেখ হাসিনার ভিশন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আজকের শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যোগ্যতা, দক্ষতা, সততা ও মানবিক গুনাবলিতে সমৃদ্ধ হয়ে আলো ধারন করে আলো ছড়িয়ে দেশকে আলোকিত করতে হবে। তিনি বলেন শিক্ষা ও সুশিক্ষা অর্জণ করে আতœকেন্দ্রীক না হয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যানে নিবেদিত হতে হবে। মেয়র বলেন রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনে নির্মানে তাঁর পক্ষ থেকে সহযোগিতা দেয়া হবে। ১৯ এপ্রিল ২০১৬ খ্রি. মঙ্গলবার বিকেলে নগরীর ৭নং ওয়ার্ডস্থ হামজারবাগ রহমানিয়া উচ্চ বিদ্যলয়ে শিক্ষার্থী, অভিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র ভাষনে সিটি মেয়র এসব কথা বলেন। অত্র স্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. ইসকান্দর মিয়া, এতে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়রাম্যান আলহাজ্ব আবদুচ ছালাম। বিশেষ অতিথি ছিলেন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোবারক আলী, স্কুল পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব নাছের আলম, মো. আইয়ুব আলী মাষ্টার, মো. দেলোয়ার হোসেন বাবুল, মিসেস শাহানাজ বাহার তামান্না, মো. ইয়াছিন ও সাবেক সদস্য হাজী কোব্বাত মিয়া। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব, অনুষ্ঠানে জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব সফর আলী, ২১ নং জামাল খান ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোরশেদ আলম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা সিডিএ’র চেয়ারম্যান আলহাজ্ব আবদুচ ছালাম বলেন, চট্টগ্রামে উন্নয়ন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা ক্ষেত্রে আমুল পরিবর্তন এনেছেন। উন্নয়ন ও শিক্ষা প্রসারের ¯্রােত বহমান। তিনি রহমানিয়া স্কুলের উন্নয়নে তাঁর ভূমিকা থাকবে বলে অভিমত ব্যক্ত করেন । অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ থেকে পাঠ, অতিথি বরণ এবং পুরষ্কার বিতরণ করেন মেয়র ও সিডিএ চেয়ারম্যান সহ অন্যরা।
Home
চট্টগ্রাম বিভাগ রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী, অভিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সিটি...