জুনে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদি

0
427

প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে আগামী জুনে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জুনের ৭ ও ৮ তারিখে তার এ সফর অনুষ্ঠিত হতে পারে বলে মার্কিন পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা জানিয়েছেন। তবে এ সফরের আলোচ্যসূচি এখনো ঠিক হয়নি। খবর দ্য হিন্দুর ওয়াশিংটনে সদ্য সমাপ্ত চতুর্থ নিউক্লিয়ার সিকিউরিটি সামিটে যোগ দিয়েছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটন সফর শেষে তিনি সৌদি আরবও সফর করেছেন। এ সফরের প্রায় দুমাস সময়ের ব্যবধানেই ফের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তিনি। বারাক ওবামা ও মোদির বৈঠকের আলোচ্যসূচিতে সমুদ্র অর্থনীতি, মহাকাশবিজ্ঞানবিষয়ক সহযোগিতা, সাইবার নিরাপত্তা ও বেসামরিক পারমাণবিক বাণিজ্য স্থান পেতে পারে। সেইসঙ্গে মোদি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here