ফুলবাড়ীয়ায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ

0
405

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : চতুর্থ ধাপ ইউপি নির্বাচনে ফুলবাড়ীয়ায় ৮১ জন চেয়ারম্যান, ১৫৯ জন সংরক্ষিত ও ৫৩৬ জন ইউপি সদস্য প্রার্থীদের মাঝে গতকাল মঙ্গলবার প্রতীক বরাদ্দ দিয়েছে রিটানিং অফিসার। চেয়ারম্যান পদে নাওগাঁও ইউনিয়নে মোঃ আব্দুর রাজ্জাক (নৌকা), হাবিবুর রহমান (ধানের শীষ), মোজাম্মেল হক মোজা (আনারস), মোঃ আলী হোসেন (হাত পাখা), পুটিজানা ইউনিয়নে ময়েজ উদ্দিন তরফদার (নৌকা), রফিজ উদ্দিন মাস্টার (ধানের শীষ) সাইদুর রহমান রয়েল (আনারস), সুরুজ্জামান (মটোরসাইকেল), রফিকুল ইসলাম (চশমা) মোঃ আব্দুর রহমান (ঘোড়া), আবুল কালাম (হাতপাখা), কুশমাইল ইউনিয়নে শামছুল হক (নৌকা), শাহজাহান (ধানের শীষ), এমএ জব্বার (চশমা), আব্দুল আল মামুন (আনারস), তোতা মিয়া (ঘোড়া), আঃ বাতিন (মোটরসাইকেল), সিরাজুল ইসলাম (হাত পাখা), বালিয়ান ইউনিয়নে মোঃ মফিজ উদ্দিন মন্ডল (নৌকা) মোহাম্মদ নাজমুল হুদা (ধানের শীষ), আশরাফ উজ্জামান (আনারস), মীর মোঃ জাহিদুর রহমান (মোটরসাইকেল), সোহেল রানা (কাস্তে) মোঃ শফিকুল আলম (অটোরিক্সা) মোতালেব সরকার (চশমা), মোঃ আবু মুছা (ঘোড়া), আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন (হাত পাখা), দেওখোলা ইউনিয়নে তাজুল ইসলাম বাবুল (নৌকা), আশিকুল হক আশিক (ধানের শীষ), কেএইচএম আতাউর রহমান (ঘোড়া), ফুলবাড়ীয়া ইউনিয়নে মোঃ মালেক সরকার (নৌকা) মোঃ ইব্রাহিম খলিল (ধানের শীষ), মাহবুবুর রশিদ (ঘোড়া), সিরাজুল হক (মোটরসাইকেল), একেএম আব্দুল ওয়াদুদ (চশমা), মোঃ আবু বকর সিদ্দিক (আনারস), বাকতা ইউনিয়নে আঃ সালাম (নৌকা), ফজলুল হক মাখন (ধানের শীষ), তাছির উদ্দিন (চশমা) আরিফুর রহমান খান (ঘোড়া), জাহাঙ্গীর আলম (আনারস) আঃ ছালাম (ঢোল), শহিদুল্লাহ (মটোরসাইকেল), আঃ রশিদ ( দুইটি পাতা), রাঙ্গামাটিয়া ইউনিয়নে হরম শহিদুজ্জামান আকন্দ (নৌকা), শহিদুল ইসলাম (ধানের শীষ) শাহজাহান সিরাজ (আনারস), বারিকুল ইসলাম (ঘোড়া), মোঃ শফিকুল ইসলাম (মোটরসাইকেল), মোঃ শামিম (হাত পাখা), এনায়েতপুর ইউনিয়নে বুলবুল হোসেন (নৌকা) এম এ হান্নান (ধানের শীষ), আব্দুর রজ্জাক তালুকদার (চশমা), কবির হোসেন তালুকদার (ঘোড়া), নাসির উদ্দিন (ঢোল), আঃ ছালাম (আনারস), শফিকুল ইসলাম (টেলিফোন), আব্দুল হাই সুমন (মোটরসাইকেল),কালাদহ ইউনিয়নে ইমান আলী মাস্টার (নৌকা), মোঃ ওয়াহিদুল ইসলাম (ধানের শীষ), ফজলুল হক চৌধুরী (আনারস), সাইফুল ইসলাম (ঘোড়া), নুরুল ইসলাম মাস্টার (দুটি পাতা), আব্দুস সালাম ( লাঙ্গল) মোঃ আঃ মজিদ (হাতপাখা), রাধাকানাই ইউনিয়নে মোঃ গোলাম কিবরিয়া তরফদার ( নৌকা), সাইফুল ইসলাম (ধানের শীষ) মোঃ সারোয়ার আলম (চশমা), রেজাউল করিম (ঘোড়া), সাইফুর রহমান (লাঙ্গল), আছিম-পাটুলী ইউনিয়নে এস,এম, সাইফুজ্জামান (নৌকা), মোহাম্মদ আব্দুল হান্নান (ধানের শীষ), আবুল কাশেম (ঘাড়া), ইমরুল কায়েশ (চশমা) মো. আনোয়ার হোসেন সোহাগ (বাঘ), হাফিজ উদ্দিন তরফদার (মশাল),ভবানীপুর ইউনিয়নে মোঃ আবব্দুল সালাম (নৌকা), আব্দুল লতিফ (ধানের শীষ), আব্দুল বারী ( ঘোড়া), মনিরুজ্জামান (মোটরসাইকেল), মোঃ শাহিনুর মল্লিক (আনারস) চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারন সদস্য পদে ৭৭৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here