আইসিসি’র পরবর্তী সভায় দ্বিপাক্ষিক সিরিজের সূচী ও কাঠামো নিয়ে আলোচনা হবে

0
290

আগামী ২৫ এপ্রিল দুবাইয়ে আইসিসি’র সদর দপ্তবে আইসিসি বোর্ডের চলতি বছরের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে। সভায় বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবার কথা রয়েছে যার মধ্যে অন্যতম অলিম্পিক ও কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ, এন্টি-করাপশন ও এন্টি-ডোপিং বিষয়ে আরো কিছু সিদ্ধান্ত গ্রহণ।
এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটের কাঠামো নিয়েও সুনির্দিষ্ট কিছু বিষয়ে আলোচনা হতে পারে। এই সভার পাশাপাশি আইসিসি আরো কিছু কমিটির সভা বিশেষ করে আইসিসি’র প্রধান নির্বাহী কমিটি (সিইসি) সভাও অনুষ্ঠিত হবে।
আইসিসি বোর্ডে রয়েছে ১০টি পূর্ণ সদস্যপ্রাপ্ত দেশের প্রতিনিধিবৃন্দসহ তিনটি সহযোগী সদস্য দেশের প্রতিনিধিরা। এই সভায় সভাপতিত্ব করবেন আইসিসি চেয়ারম্যান, এছাড়াও উপস্থিত থাকবেন আইসিসি সভাপতি ও আইসিসি প্রধান নির্বাহী।
অন্যদিকে সিইসি সভায় উপস্থিত থাকবেন ১০টি পূর্ণ সদস্য দেশের প্রধান নির্বাহীসহ তিনটি সহযোগী দেশের প্রধান নির্বাহীবৃন্দ। এখানেও আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকবেন আইসিসি চেয়ারম্যান, আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও আইসিসি মহিলা কমিটির চেয়ারম্যান।
আইসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আসন্ন সভার প্রধান এজেন্ডাগুলোর মধ্যে রয়েছে দ্বিপাক্ষিক সিরিজের সূচী ও কাঠামো, আইইসিসি সংবিধান নিয়ে আলোচনা, যুক্তরাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন সংক্রান্ত আপডেট, অলিম্পিক ও কমনওয়েলথে অংশগ্রহণ, এন্টি-করাপশন ও এন্টি-ডোপিং নিয়ে আলোচনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here