আমরা কোনো জঙ্গিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেইনি, আর কোনোদিন দিব না : স্বরাষ্ট্রমন্ত্রী

0
838

বাংলাদেশে দেশীয় জঙ্গি রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সব জঙ্গি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা কোনো জঙ্গিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেইনি, আর কোনোদিন দিব না। আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের নাগরপুরে থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সজীব ওয়াজেদ জয়কে হত্যার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া শফিক রেহমান স্বীকারোক্তিমূলক জাবনবন্দি দিয়েছেন। সেই সঙ্গে এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেটিরও তদন্ত চলছে। তিনি বলেন, শফিক রেহমানের বিষয় নিয়ে বিএনপি অপপ্রচার চালিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, স্থানীয় সংসদ সদস্য আব্দুল বাতেন ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, জেলা প্রশাসক মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরসহ জেলা-উপজেলার নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here