রমনা থানার নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, এসএম শাহজাহান, আব্দুস সালামসহ ৭ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার তারা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর দায়রা জজ কামরুল হাসান মোল্লা এ জামিন মঞ্জুর করেন। মামলায় ম্যাজিস্ট্রেট আদালত থেকেও জামিনে ছিলেন তারা। চার্জশিট দেওয়ার পর মামলাটি মহানগর দায়রা আদালতে বদলি হলে বিচারিক আদালতে ফের জামিন আবেদন করেছিলেন। জামিন মঞ্জুরের বিষয়টি জানান ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। তিনি বলেন, ২০১৩ সালের ডিসেম্বর মাসে নাশকতার অভিযোগ এনে রমনা থানায় মামলাটি দায়ের করা হয়েছিল। আগামী ২৬ মে মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।