২০ এপ্রিল ২০১৬ খ্রি. বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগর ভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিনের সাথে বিশ্ববরণ্য রবীন্দ্র গবেষক, সাহিত্যিক ও কবি বরুণ চক্রবর্তীর নেতৃত্বে ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত করেন। এসময় ভারতীয় প্রখ্যাত কবি ও সাহিত্যিক কালি শংকর বাগচী, কবি ও সাহিত্যিক অনুরাধা ভট্টাচার্য, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, রুমি গবেষক আল্লামা এস.এম. সিরাজ উদ-দৌলা, চট্টগ্রাম আনসার ভিডিপির ডিডি আজিম উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, রাজনীতিবিদ অমর দত্ত, সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, এ.কে জাহেদ চৌধুরী, নয়ন বড়–য়া, তন্ময় তালুকদার, ডা. ডি.কে ঘোষ প্রমূখ। মত বিনিময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ। আমাদের মহান স্বাধীনতায় ভারতের অবদান অপরিসিম। পশ্চিমবঙ্গ ও আমাদের বাংলাদেশের ভাষার বন্ধন এক ও অভিন্ন। আমাদের মাতৃভাষা বাংলা। সাহিত্য-সাংস্কৃতিতে দুই বাংলার ঐক্যবদ্ধ সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে প্রিয় মাতৃভাষা বাংলা চর্চাকে আরো গতিশীল ও বর্তমান প্রজন্মের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। এ সময় ভারতীয় প্রতিনিধি দলের প্রধান কবি বরুণ চক্রবর্তী সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিনকে কোলকাতায় সাংস্কৃতিক সম্মেলনের আমন্ত্রন জানিয়ে বলেছেন বাংলাকে বিশ্ব দরবারে আরো গুরুত্বপূর্ণ ভাবে প্রতিষ্ঠার জন্য সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের সহযোগিতা কামনা করেন। এসময় সিটি মেয়র ভারতীয় প্রতিনিধি দলকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী উপহার দেন।