রিজার্ভ চুরির অর্থ ফেরতে আইনি সহায়তা দিবে ফিলিপাইন

0
317

বাংলাদেশ ব্যাংকের চুরি করা অর্থ ফেরত প্রদানে আইনি সহায়তার আশ্বাস দিয়েছে ফিলিপাইন সরকার। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্টের অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। যোগাযোগ সচিব হারমিনিও কোলোমা বিবৃতিতে জানান, সরকার সমস্ত ধরনের আইনি সহায়তা প্রদান করার লক্ষ্যে ফিলিপাইনের ব্যাংকিং লেনদেন পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি জানান, এন্টি মানি লন্ডারিং কাউন্সিল পর্যালোচনা করে দেখছে, কোথাও কোনোভাবে এন্টি-মানি লন্ডারিং আইন ভঙ্গ হয়েছে কিনা। এর আগে সোমবার বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগের রিপোর্টে জানানো হয়েছিল, ২০ জন বিদেশি নাগরিকের সংশ্লিষ্টতার খবর পাওয়া গেছে অর্থ চুরির ঘটনায়। চলমান তদন্তে অবশ্য ৮১ মিলিয়ন মার্কিন ডলার চুরি করা বিদেশি নাগরিকদেরনাম প্রকাশ করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here