বিএনপি তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিয়েছে। পরিকল্পিতভাবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে (ইসি) সতর্ক থাকার আহবান জানিয়েছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে দলের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এ আহবান জানান।
সিইসির সাথে সাক্ষাৎ শেষে মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, ‘বিএনপি তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে ইউপি নির্বাচনে অংশ নিয়েছে। তারা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ বিষয়ে সতর্ক থাকার জন্যে ইসিকে পরামর্শ দিয়েছি। যেখানেই অনিয়ম, বিশৃঙ্খলা সেখানেই ইসিকে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছি। এ ব্যাপারে আমাদের সহায়তাও থাকবে।’
তিনি বলেন, বিএনপি ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী দিতে না পেরে বিশৃঙ্খলা করার অপচেষ্টা করছে। তারা এ নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা দেখতে চান না।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে, নির্বাচনে কোন ধরনের অনিয়ম, ত্রুটি, বিচ্যুতি উনি দেখতে চান না। সে বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। অনিয়ম হলেই জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।’
দলীয় নেতাকর্মীদেরও এ বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে, কোথাও কোন অনিয়ম ও বিশৃঙ্খলার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
গত ২২ মার্চ ও ৩১ মার্চ দুই পর্বের ভোট সম্পন্ন হয়েছে। ২৩ এপ্রিল তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার ছয় ধাপে ইউপি ভোট হচ্ছে।