ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হবে : অর্থমন্ত্রী

0
356

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হবে। অর্থমন্ত্রী বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
অর্থমন্ত্রী আজ রাজধানীর গুলশানে গ্লোবাল কনসালট্যান্সি ফার্ম প্রাইসওয়াটার হাউস কুপার্সের বাংলাদেশ অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, রিপোর্টটি জনসম্মুখে প্রকাশ করা হবে। তিনি বলেন তদন্ত কমিটি চূড়ান্ত রিপোর্টটি জমা দিতে আরো ছয় থেকে আট সপ্তাহ সময় নেবে।
তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান ড. মুহম্মদ ফরাসউদ্দিন বুধবার সন্ধায় অর্থমন্ত্রীর কাছে তার অফিসে অভ্যন্তরীণ রিপোর্টটি জমা দেন। রিপোর্ট জমা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের এই সাবেক গর্ভনর বলেন চূড়ান্ত রিপোর্টে শুধু একটি টেকনিকেল বিশ্লেষণ থাকবে। রিপোর্টের ব্যাপারে তিনি কোন মন্তব্য করতে অস্বীকার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here