সারের পেছনে কৃষককে দৌড়াতে হয় না : সংস্কৃতিমন্ত্রী

0
307

“বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারের পেছনে কৃষককে দৌড়াতে হয়েছে। এখন আর সারের পেছনে কৃষককে দৌড়াতে হয় না, কৃষকের পেছনে সার দৌড়ায়। আওয়ামী লীগ সরকার কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।” আজ শুক্রবার সকাল ১১টার দিকে নীলফামারী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর।   জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে কৃষি বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি বিভাগের রংপুর অঞ্চল আইএপিপি প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আলী, জেলা প্রশাসক জাকীর হোসেন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পুলিশ সুপার জাকির হোসেন খাঁন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী প্রমুখ। মেলায় মোট ১৭টি স্টল স্থান পেয়েছে। আগামী রবিবার মেলা শেষ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here