মুস্তাফিজের কাছ থেকে স্লোয়ার শিখছেন ভুবনেশ্বর

0
286

গুজরাট লায়ন্সকে আইপিএলের প্রথম হারের স্বাদ দেয়ার পেছনে কে? ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা। কিন্তু ১৯ রানে ১ উইকেট নিয়ে ম্যাচের হিরো তো মুস্তাফিজই। ভারতীয় মিডিয়াই কিন্তু সেই কথা বলছে। মুস্তাফিজের গতি বৈচিত্রে আরো একবার মুগ্ধ হয়েছেন তার দল সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আর মুস্তাফিজের স্লোয়ারের আর্ট শেখার চেষ্টা করছেন বলে জানালেন ভুবনেশ্বর। আগের তিন ম্যাচের প্রতিটি জিতেছে গুজরাট। কিন্তু সানরাইজার্স তাদের হারিয়েছে ১০ উইকেটের সর্বোচ্চ ব্যবধানে। আগে ব্যাট করে ১৩৫ রানে আটকে যায় গুজরাট। ১৫ ওভারের মধ্যে জিতেছে সানরাইজার্স। চতুর্থ ম্যাচে এটা তাদের দ্বিতীয় জয়। এমন এক জয়ের পর বোলারদের তো কৃতিত্ব দেবেনই ওয়ার্নার। তবে সেই প্রশংসায় ভুবনেশ্বরেক ছাপিয়ে যান মুস্তাফিজ। ওয়ার্নারের ভাষায়, “আমাদের বোলাররা অসাধারণ করেছে। ভুবি ও ফিজি (মুস্তাফিজকে ফিজ বা ফিজি নামে ডাকা হয়), তার (মুস্তাফিজ) গতি বৈচিত্র একেবারে অন্যরকম। বেঙ্গালুরুতে তাকে খেলেছিলাম। আমার প্রতিরোধ ভেঙ্গে দিচ্ছিল সে। তার গতি বৈচিত্র অসাধারণ এক শিল্প।” ৪ ওভারে ১০ বল ডট দিয়েছেন মুস্তাফিজ। একটা মাত্র বাউন্ডারি হয়েছে তার বোলিংয়ে। তাও মিস ফিল্ডিংয়ের কারণে। চতুর্থ ওভারে ব্রেন্ডন ম্যাককালামের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান মুস্তাফিজের স্লোয়ার আর কাটারে বশিভূত হয়ে ছিলেন। ৫ বল খেলে মাত্র ১ রান নিতে পেরেছিলেন। এরপর ১৫তম ওভারে বল হাতে নিয়ে টানা ৩ ওভার করেছেন বাংলাদেশের কাটার বিশেষজ্ঞ। স্লোয়ার, অফ কাটার, লেগ কাটারে ব্যাটসম্যানদের আটকে রেখেছেন। ৭৫ রান করা গুজরাট লায়ন্স অধিনায়ক সুরেশ রায়নাও কঠিন সময় পার করেছেন। অল রাউন্ডার রবিন্দ্র জাদেজাকে অফ কাটারে বোল্ড করেছেন মুস্তাফিজ। ভুবনেশ্বর ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৮৩টি ম্যাচ খেলেছেন। কিন্তু ২০ বছরের মুস্তাফিজকেই বেছে নিয়েছেন স্লোয়ার শেখার জন্য, “মুস্তাফিজের সাথে বোলিং অসাধারণ ব্যাপার। আমি তার স্লোয়ার বল শেখার চেষ্টা করছি। কিন্তু সে যেভাবে বল করে সেভাবে কেউ করতে পারবে না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here