ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশন এবং সরকারের মধ্যে গোপন চুক্তি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে বিএনপির নয়াপল্টস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকারের কথা রসিকতা ছাড়া আর কিছুই নয়। বিএনপি নির্বাচনের আগে ইসিকে চিঠির মাধ্যমে নির্বাচন সুষ্ঠু করার কথা বলে। যেখানে ইসি সরকারকে কঠোর হওয়ার জন্য বলবে সেখানে সরকার ইসিকে কঠোর হওয়ার জন্য পরামর্শ দেয়। এটা নির্বাচনী ব্যবস্থায় সরকার ইসির রসিকতা ছাড়া আর কিছু না। রিজভী আরো বলেন, যারা নির্বাচনে সহিংসতা চালাচ্ছে তাদের ওপর আপার (শেখ হাসিনা) দোয়া আছে।