কন্যা সন্তানের মা হলেন রানা প্লাজার রেশমা

0
299

কন্যা সন্তানের মা হলেন রানা প্লাজা ট্র্যাজেডির ১৭ দিন পর জীবিত উদ্ধার হওয়া রেশমা। নাম রাখা হয়েছে রিদওয়ানা ইসলাম রেবা। গত ১০ মার্চ ভোরে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে জন্ম নেয় এ শিশুকন্যা।   বরিশালের ছেলে রাব্বিকে নিয়ে গত বছরের জানুয়ারিতে সংসার গড়েছিলেন রেশমা। রেশমা কাজ করছেন ওয়েস্টিন হোটেলে। চার মাসের মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন তিনি। গুলশানে ইউনাইটেড হাসপাতালের বিপরীতে বাসায় স্বামী-সন্তানকে নিয়ে দিন কাটছে তার।   রেশমার স্বামী আতাউর রহমান রাব্বী জানান, অনেকদিন ধরে গুলশান এলাকায় থাকছেন। রেশমাও থাকেন গুলশানে। যাওয়া-আসার পথেই তার সঙ্গে পরিচয়। এরপর বিয়ে। এক বছর ৩ মাসের বৈবাহিক জীবনে তারা সুখেই আছেন।   ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে নিহত হন ১১৩৬ জন শ্রমিক। আহত হন প্রায় সাড়ে তিন হাজার লোক। ধসের ১৭ দিন বা ৪০৮ ঘণ্টা পর ১০ মে বিকালে বেজমেন্ট থেকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার হন রেশমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here