পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক ইনজামাম-উল হক চোখ রাখলেন ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে। সম্প্রতি শুরু হয়েছে তা। কিন্তু যে পিচে খেলা হচ্ছে তা হতাশ করলো ইনজামামকে। ক্রিকেটের মান নিয়েও হতাশ হলেন। তিনি চান আরো স্পোর্টিং পিচ। কারণ, ফয়সালাবাদের আসরটিতে যে উইকেটে খেলা হচ্ছে তা খেলোয়াড় ও দলগুলোকে সহায়তা করবে না বলেই মনে করেন তিনি। দেশের সব শীর্ষ খেলোয়াড়ই খেলছেন ওয়ানডে কাপে। প্রথম ৫ দিনের খেলা দেখার পর ইনজামাম বলেছেন, “আমার মনে হয় না যে পিচ এখন ঘরোয়া ক্রিকেট কিংবা পাকিস্তান কাপে ব্যবহৃত হচ্ছে তা মানসম্পন্ন ক্রিকেটার বের করে আনতে ভূমিকা রাখতে পারে। পিচ নিয়ে আমার কথা বলার কথা না। কিন্তু প্রত্যেক সংস্করণে মানসম্পন্ন খেলোয়াড় বের করে আনতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।” পাকিস্তানের সাবেক এই অধিনায়ক দেখলেন, প্রথম ৫ দিনের খেলায় কোনো হাই স্কোরিং ম্যাচ হয়নি। বোলার ও ব্যাটসম্যানরা স্লো, লো-বাউন্স, প্রাণহীন পিচে খেলতে ভুগছে। ইনজামাম মনে করেন, ওয়ানডের পিচ এমন হতে হবে যেখানে খেলোয়াড়রা স্ট্রোক খেলার উৎসাহ পায়। দল বড় সংগ্রহ পায়। এবং বোলারদের জন্যও সেখানে কিছু থাকে। ইনজামাম বলেছেন চাপের মুখে কঠিন পরিস্থিতিতে যারা ভালো খেলতে পারে তাদের ওপর চোখ থাকবে। শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, কামরান আকমলদের মনে করিয়ে দিয়েছেন, দলে জায়গা রাখতে পারফর্ম করে যেতে হবে। চলমান ওয়ানডে কাপে ইনজামাম ভালোভাবে চোখ রাখছেন। কারণ, জুলাই-আগস্টের ইংল্যান্ড সফরের জন্য কন্ডিশনিং ক্যাম্পের দল দিতে হবে আগামী মাসে।