ওয়েস্ট ইন্ডিজকে ২৮০ কোটি টাকার জরিমানা

0
282

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে ৪১.৯৭ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৮০ কোটি টাকা) জরিমানা করল বিসিসিআই। ২০১৪-তে ভারত সফরে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ দল। সিরিজের মাঝপথেই না-খেলে দেশে ফিরে গিয়েছিল ব্র্যাভো অ্যান্ড কোং। সিরিজ শেষ না-করায় ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে এই মোটা টাকার ফিনান্সিয়াল পেনাল্টি দিতে হচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সেদেশের বেশ কিছু সিনিয়র ক্রিকেটারের টাকা-পয়সা নিয়ে সমস্যা হয়। ফলে তারা সিরিজ বাতিল করেই দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর দু’দেশের মধ্যে সম্পর্কে ফাটল ধরে। কিন্তু সেবছরই ওয়েস্ট ইন্ডিজ বোর্ড চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে আসে। ফলে সম্পর্কের বরফ গলে তাতে।

বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ আগামী বছর ভারতে খেলতে আসছে। অসমাপ্ত সিরিজ তাদের শেষ করতে হবে। আমাদের জরিমানা দিয়েই তারা এদেশে আসবে।’

এই প্রস্তাব একবাক্যেই মেনে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রেসিডেন্ট ডেভ ক্যামেরন। ২০১৪-তে পাঁচটি ওয়ানডে, একটি টি-২০ ও তিনটি টেস্ট সিরিজ খেলতে ভারতে এসেছিল ক্যারিবিয়ানরা। কিন্তু ধরমশালায় চতুর্থ ওয়ান ডে খেলেই তারা দেশে ফিরে যায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here