প্যারিস জলবায়ু চুক্তি সই করল ১৭৫ দেশ

0
270

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস উদিগরণ কমিয়ে আনার লক্ষ্যে বহুল আকাঙ্ক্ষিত প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৭৫টি দেশের নেতারা গতকাল শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে চুক্তিতে সই করেন। কোনো আন্তর্জাতিক চুক্তিতে এক দিনে রেকর্ড পরিমাণ দেশের অংশগ্রহণের মধ্য দিয়ে এ চুক্তি স্বাক্ষরিত হলো। গতকাল বিশ্ব ধরিত্রী দিবসে ঐতিহাসিক ও দীর্ঘ প্রচেষ্টার এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। ‘পৃথিবীর জন্য বৃক্ষ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো গতকাল বাংলাদেশেও দিবসটি পালিত হয়। প্রতিবছর ২২ এপ্রিল দিবসটি পালন করা হয়। প্যারিস জলবায়ু চুক্তিতে ২০২১ সালের মধ্যে বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস উত্পাদনকারী বিশ্বের শীর্ষ দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীন চুক্তিতে স্বাক্ষর করেছে। একই সঙ্গে খুব দ্রুত চুক্তিটি অনুসমর্থন করা হবে বলে দেশ দুটি জানিয়েছে। গত ডিসেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ কাঠামো সনদের (ইউএনএফসিসি) ২১তম সম্মেলনে ১৯৫টি দেশ চুক্তি সই করতে সম্মত হয়েছিল। সে অনুযায়ী সম্মেলনের শেষ মুহূর্তে বহুল আকাঙ্ক্ষিত চুক্তিটির খসড়া প্রস্তুত করা হয়। গতকাল শেষ পর্যন্ত ১৭৫টির বেশি দেশ চুক্তিতে সই করে। আগামী বছরের ১২ এপ্রিল পর্যন্ত বাকি দেশগুলো চুক্তিটিতে সই করতে পারবে। চুক্তি স্বাক্ষর উপলক্ষে গতকাল জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত বিশ্ব নেতাদের সম্মেলন উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলন্দ প্রথম চুক্তিটিতে স্বাক্ষর করেন। একে একে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, ইরানি পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ জাভেদ জারিফ, বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুসহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান ও তাঁদের প্রতিনিধিরা চুক্তিতে সই করেন। জাতিসংঘ থেকে জানানো হয়েছে, মোট ১৭৫টি দেশ চুক্তিতে সই করে। এর মধ্যে ক্ষুদ্র ১৫টি দ্বীপ দেশ চুক্তিটি অনুসমর্থনের ঘোষণা দেয়। চুক্তি স্বাক্ষরের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘সব ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে প্রভাবিত করবে গভীরভাবে এ প্যারিস চুক্তি।’ এই গ্রহ রেকর্ড পরিমাণ তাপমাত্রার মুখোমুখি হয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এখন একটি সময়ের সঙ্গে যুদ্ধে লিপ্ত। আমি সব দেশকে জাতীয় পর্যায় থেকে এই চুক্তিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। আজ আমরা ভবিষ্যতের জন্য একটি নতুন অঙ্গীকারনামায় স্বাক্ষর করছি।’ বাংলাদেশও সই করেছে : চুক্তিতে সই করা দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চুক্তিতে সই করেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। চুক্তি সই উপলক্ষে গত বুধবার তিনি নিউ ইয়র্কে পৌঁছান। সূত্র :  এএফবি, বিবিসি। বিশ্ব ধরিত্রী দিবস পালিত গতকাল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে পরিবেশ বাঁচাও আন্দোলন-পবা ‘মৌসুমি ফল উত্পাদনে বিষ, বিপন্ন মানুষ-বিপন্ন প্রকৃতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ইকরাম আহমেদের সভাপতিত্বে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন পবার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. লেলিন চৌধুরী। তিনি মৌসুমি ফলের খামারিদের ওপর পরিচালিত পবার একটি জরিপের ফলাফল তুলে ধরেন। সভায় আরো বক্তব্য দেন পবার চেয়ারম্যান আবু নাসের খান, বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদের (বিএআরসি) সাবেক চেয়ারম্যান ড. মো. খালেকুজ্জামান আকন্দ চৌধুরী, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) পুষ্টিবিজ্ঞান বিভাগের সাবেক পরিচালক ড. ফরমুজুল হক, গাইনি বিশেষজ্ঞ ডা. বিলকিস বেগম চৌধুরী, ইনোভেশন ইন সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক মুহা. জিয়ারুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here