প্রধানমন্ত্রী জাতিসংঘের পানি সংক্রান্ত উচ্চ পর্যায়ের প্যানেলের সদস্য

0
366

জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দু’জন বিশেষ উপদেষ্টাসহ বৃহস্পতিবার ১০ জন রাষ্ট্র ও সরকার প্রধানকে জাতিসংঘের পানি সংক্রান্ত উচ্চ পর্যায়ের প্যানেলের সদস্য করার কথা ঘোষণা করেছেন।
জাতিসংঘ নিউজ সেন্টার সূত্রে জানা গেছে, এই প্যানেলের লক্ষ্য হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৬ (এসডিজি৬) বাস্তবায়ন ত্বরান্বিতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। গত জানুয়ারিতে ডাবোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে এই প্যানেলের যাত্রা শুরু হয়।
নবনিযুক্ত প্যানেল সদস্যরা হলেন :
* মরিসাসের প্রেসিডেন্ট আমিনাহ গারিব (কো-চেয়ার)
* মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকো পেফলা নিয়েতো (কো-চেয়ার)
* অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মেলকম টার্নবুল
* বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
* হাঙ্গেরির প্রেসিডেন্ট জানোস আদের
* জর্ডানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ এনসোর
* নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটে
* দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জেকব জুমা
* সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকাই সল
* তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রহমন
* কোরিয়া প্রজাতন্ত্রের সাবেক প্রধানমন্ত্রী হান স্যাং সু (বিশেষ উপদেষ্টা)
* পেরুর পরিবেশ প্রতিমন্ত্রী ম্যানুয়েল পুলজার ভাইডাল (বিশেষ উপদেষ্টা)
বান কি মুন এক বিবৃতিতে বলেন, দারিদ্র্য বিমোচন ও অন্যান্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য পানি এবং পয়ঃনিষ্কাশন জরুরি। তিনি রাজনৈতিক, আর্থিক ও প্রযুক্তিগত সমর্থন নিয়ে এসডিজি৬-এর পেছনে সমবেত হওয়ার জন্য সকল অংশীদারের প্রতি আহ্বান জানান।
এই প্যানেল পানি সম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন উন্নয়নে নেতৃত্ব প্রদান করবে।
জিম ইয়ং কিম বলেন, জলবায়ু পরিবর্তনসহ ক্রমবর্ধমান নগরায়ন ও জনসংখ্যা আমাদের পানি সম্পদের ওপর নজিরবিহীন চাপ সৃষ্টি করেছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে পানি সংক্রান্ত উচ্চ পর্যায়ের প্যানেলটি সবার জন্য বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here