‘অনিবন্ধিত সিম ৩ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হবে’

0
316

৩০ এপ্রিলের (শনিবার) মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা না হলে সরকারের নির্দেশনা অনুযায়ী ১ মে (রবিবার) সকল অনিবন্ধিত সিম ৩ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রবিবার জাতীয় প্রেসক্লাবে বায়োমেট্রিক সিম পুনঃনিবন্ধনের সচেতনতা বাড়াতে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেলের আয়োজিত এক র‌্যালির পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, এয়ারটেল এর সিইও পি ডি শর্মা ও রুবাবা দৌলা মতিনসহ এয়ারটেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। তারানা হালিম বলেন, প্রথম দিন তিন ঘণ্টা অকার্যকর থাকার দু-একদিন পর অনিবন্ধিত সিম আবার কিছু সময় বন্ধ থাকবে। এভাবে একসময় সিমটি একেবারেই বন্ধ হয়ে যাবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, গত দুই সপ্তাহে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। নিবন্ধনের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই গতি যদি অব্যাহত থাকে তাহলে আমাদের টার্গেট পূর্ণ হবে। আজ (রবিবার) পর্যন্ত আমরা সাত কোটি অতিক্রম করেছি। তারানা হালিম বলেন, আমাদের হিসেব মতে ১৩ কোটির ওপরে সিম হোল্ডার আছে। এদের মধ্যে যারা অবৈধ ভিওআইপি ব্যবসা করে ও সাংঘর্ষিক কর্মকাণ্ডে সিমগুলো ব্যবহার করে তারা এই প্রক্রিয়ার কারণে ঝরে পড়বে। প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পরিচয়পত্রে ভুল থাকার কারণে যারা নতুন করে জাতীয় পরিচয়পত্র করতে দিয়েছেন, তাদেরও বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে কোনো অসুবিধা হবে না। জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনপত্রের নম্বর দিয়ে সিম নিবন্ধন করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here