ট্রাইবেকায় সেরা

0
218

‘ম্যাডলি’ ছবিতে অভিনয়ের জন্য নিউ ইয়র্কের ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হয়েছেন রাধিকা আপ্তে। ‘ম্যাডলি’ মূলত ছয়টি প্রেমের গল্প, যেখানে নিজেদের তৈরি স্বল্পদৈর্ঘ্য ছবি নিয়ে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের ছয় পরিচালক। রাধিকা অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপের ‘ক্লিন শেভেন’-এ। শনিবার পুরস্কার ঘোষণার পরই ‘অহল্যা’ অভিনেত্রীকে অভিনন্দন জানিয়ে টুইট করেন অনুরাগ, “২০ মিনিটের এই ছবি দিয়ে রাধিকার পুরস্কার জেতাটা ছিল নাটকীয়তায় ভরপুর। কারণ ‘ম্যাডলি’র সব ছবিই নায়িকাপ্রধান। ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।” প্রতিক্রিয়ায় উৎসব কর্তৃপক্ষ ও পরিচালককে ধন্যবাদ জানিয়েছেন ৩০ বছর বয়সী অভিনেত্রী। এদিকে উৎসবে সেরা ছবির পুরস্কার পেয়েছে মার্কিন কমেডিয়ান দিমিত্রি মার্টিন পরিচালিত প্রথম ছবি ‘ডিন’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here