মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সবাই জনগণের নির্বাচিত কর্মচারী : ইনু

0
259

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকারি কাজে নিয়োজিতরা অনির্বাচিত কর্মচারী এবং মন্ত্রীরা নির্বাচিত কর্মচারী হিসেবে জনগণের সেবা দেওয়ার দায়িত্ব পালন করেন। আজ রবিবার সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের কর্মচারীদের প্রশিক্ষণের জন্য ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সবাই জনগণের নির্বাচিত কর্মচারী। আমরা যারা এখানে বসে আছি তারা প্রজাতন্ত্রের কর্মচারী। আমি নির্বাচিত কর্মচারী, আপনারা অনির্বাচিত কর্মচারী। ইনু বলেন, আপনাদের কাজের পরিধি-কর্তৃত্ব-ক্ষমতা আইনে লেখা আছে, আপনারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মচারী। তেমনই যখন একজন নির্বাচিত ব্যক্তি রাষ্ট্রের কর্মে নিয়োজিত হন তিনিও কর্মচারী হিসেবে বিবেচিত হন। মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সবাই। সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, জনগণ দেশের মালিক। মালিককে সেবা দেওয়ার জন্য আমরা কর্মচারী। এ বিষয়টা ভুলে গেলে হবে না। জনগণের সেবায় নিযুক্ত অনেকেই নিজেকে কর্মচারী মনে না করে দেশের মালিক মনে করেন। এ মনোভাব বদলাতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here