‘জড়িত আরও তিনজনের নাম পাওয়া গেছে’

0
270

যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চক্রান্তে জড়িত আরও তিনজনের নাম পাওয়া গেছে।  শফিক রেহমানকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পেয়েছে পুলিশ এমনটাই দাবি করা হয়েছে পুলিশ প্রশাসন। আজ রবিবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হওয়ার পর তাদের আইনের আওতায় আনা হবে। কারা এই তিনজন? এমন প্রশ্নের জবাবে উত্তর পাওয়া যায় নি। তবে তিনি বলেন, তারা তিনজনই বাংলাদেশি। তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে। তাদের কেউ প্রবাসে, কেউ বাংলাদেশে থাকে। মনিরুল বলেন, জিজ্ঞাসাবাদে শফিক রেহমান এফবিআই এজেন্টকে দেওয়া অর্থের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। প্রথমে জানতাম অল্প অর্থ দেওয়া হয়েছে। শফিক রেহমান জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, জয় সম্পর্কিত তথ্য পেতে ৩০ হাজার ডলার দেওয়া হয়েছে। কিছু অর্থ তিনি নিজের নামে দিয়েছেন। আর বাকি ডলার কোথা থেকে এসেছে তাও বলেছেন। শফিক রেহমানের দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডের মধ্যেই শফিক রেহমানকে সঙ্গে নিয়ে তার বাসা থেকে এফবিআইয়ের সেই গোপন নথি উদ্ধারের দাবি করে পুলিশ। দ্বিতীয় দফায় সজীব ওয়াজেদ সম্পর্কিত ফাইল পেতে এক এফবিআই এজেন্টকে ঘুষ দেওয়ায় প্রবাসী এক জাসাস নেতার ছেলের কারাদণ্ডের সূত্র ধরে গ্রেপ্তার শফিক রেহমানের রিমান্ড চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here