নির্বাচনের নামে সরকার জনগণকে বায়োস্কোপ দেখাচ্ছে : নোমান

0
378

নির্বাচনের নামে সরকার জনগণকে বায়োস্কোপ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনাসভায় তিনি এই মন্তব্য করেন।

আব্দুল্লাহ আল নোমান বলেছেন, এমন কোনো ভোটকেন্দ্র নেই, যার সামনে বন্দুকযুদ্ধ হয়নি। আর নির্বাচন কমিশন বলছে তৃতীয় ধাপের নির্বাচন আরো ভালো হয়েছে।

তিনি বলেন, এই সরকার নির্বাচনের নামে তামাশা আর জনগণকে বায়োস্কোপ দেখাচ্ছে। কমিশন নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য কোনো ধরনের শক্ত পদক্ষেপ নেয়নি। এমন কি যেসব কেন্দ্র্রে ভোটডাকাতি হয়েছে, সেসব কেন্দ্রও বাতিল করেনি।

বিএনপির এই নেতা বলেন, আজকে শুধু গণতন্ত্রকে হরণ নয়, দেশ লুটপাটে ভরে গেছে। আমাদের যে রিজার্ভ গলার উপরে উঠে গিয়েছিল, সে রিজার্ভ নিচে নেমে গেছে।

সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, ব্যারিস্টার পারভেজ আহমেদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here