‘রমজানে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি বা বাজার অস্থিতিশীল করলে ব্যবস্থা’

0
306

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন রমজান মাসে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি বা বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে আমদানিকারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয়ে আজ রবিবার বেলা ৩টায় আমদানিকারকদের সঙ্গে বৈঠকে মন্ত্রী এ কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, বর্তমানে বাজারে পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। পাশাপাশি পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আশা করি রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক থাকবে। এদিকে বৈঠকে আমদানিকারকদের পক্ষ থেকে বলা হয়, গত বছর একই সময়ে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারকে ব্যবসায়ীদের পক্ষ থেকে সার্বিক সহায়তা করা হয়েছে। এবারও একই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। রমজানে বাজারে পণ্যের সংকট থাকবে না এবং দাম বাড়বে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here