খেলা আইপিএলে আজকের ম্যাচ By natundin - April 25, 2016 0 270 Share on Facebook Tweet on Twitter ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল’র চলমান নবম আসরে আজ মাত্র ১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চণ্ডীগড়ের মোহালিতে অনুষ্ঠেয় ২১তম এ ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও কিংস একাদশ পাঞ্জাব। রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।